কলকাতা

শহরে চড়বে তাপমাত্রার পারদ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

এবার তাপমাত্রার পারদ চড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ যে চড়ছে তা হাওয়া অফিসের থার্মোমিটারের গ্রাফে ধরা পড়ছে । মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা সর্বোচ্চ 31.5 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । হাওয়া অফিস জানিয়েছে, রাত এবং দিনের তাপমাত্রার পরিবর্তন হবে । ভূমধ্যসাগরের শীতল হাওয়া রাজ্যে গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি হবে । হালকা মাঝারি বৃষ্টি হবে । ঠান্ডা হাওয়া বইলেও বসন্তের হাওয়ায় গরমের আগমনী অনুভূত হবে ।