এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে বাংলাকে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার ওই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনও যুক্তি নয়। এখুনি এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য। অতিমারীর সময়ে রাজ্য সরকার এনিয়ে কোনও আপত্তি খাড়া করতে পারে না। কেন্দ্রের যুক্তি ছিল কাজের জন্য প্রতিটি রাজ্য়ের বহু মানুষকে অন্য রাজ্য গিয়ে থাকতে হয়। ফলে রেশন কার্ড থাকলেও অন্য রাজ্যে তারা খাদ্যসামগ্রী তুলতে পারেন না। সেই সমস্যা মেটাতে কেন্দ্র চালু করেছে এক দেশ এক রেশন কার্ড। পশ্চিমবঙ্গে ওই ব্যবস্থা এখনও চালু হয়নি। রাজ্যের যুক্তি ছিল এতে রাজ্যের উপরে বাড়তি চাপ পড়বে। এনিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্ট। তার পরেই এই রায়।