এবারে লকডাউন ঘোষণা করতে হবে গুজরাতেও, নির্দেশ হাইকোর্টের। জানা গিয়েছে গুজরাটে প্রতিদিন প্রায় ৩০০০ মানুষ আক্রান্ত হচ্ছেন। কাজেই মহামান্য হাইকোর্ট মনে করছে এটা আটকাতে লকডাউন জারি করা প্রয়োজন। তবে সম্পূর্ণ নাকি আংশিক সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবেন গুজরাট সরকার। মঙ্গলবার অবশ্য সংক্রামিত হওয়ার সংখ্যা কম কিন্তু এতে আল্হাদিত হওয়ার কিছু নিয়ে হয়তো কালই বেড়ে যাবে।