কলকাতা

টিকাকরণ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

 কেন্দ্রের পাঠানো কম ভ্যাকসিনে পর্যাপ্ত টিকাকরণ করানো যাচ্ছে না। আর পুজো এগিয়ে আসছে, এছাড়াও একাধিক জায়গায় কাজের জন্য গেলেও এখন প্রয়োজন টিকার। তাই তড়িঘড়ি টিকাকরণের জন্য সবাই চাইছে। কিন্তু পর্যাপ্ত টিকা নেই। তাই একাধিক জায়গায় টিকাকরণ কেন্দ্রের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর এই খবর বারবার যাচ্ছে নবান্নে। তাই এবার কড়া পদক্ষেপ নিতে এগিয়ে এলেন মুখ্যসচিব। টিকাকরণের ক্যাম্প নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের জরুরি বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ এসেছে নবান্নে। বৈঠকের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। টিকাকরণ ক্যাম্প নিয়ে আলোচনার পাশাপাশি করোনাসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বেশি করে ক্যাম্প ও নিয়মমাফিক কাজ করতে নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব। এছাড়াও একাধিক জেলায় করোনা বিধি ঠিক করে মানা হচ্ছে না, মাস্ক পরার ক্ষেত্রেও কিছু নির্দেশ দিতে চলেছেন মুখ্যসচিব।