অন্ধ্রপ্রদেশ: একরাতের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯০ জন। তাদের মধ্যে রয়েছে একাধিক শিশু। মৃত্যু হয়েছে মধ্যবয়সী এক মহিলার। মূলত অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার এলুরুর নর্থ স্ট্রিট, সাউথ স্ট্রিট, অরুন্ধতিপেট এবং অশোকনগর এলাকাতেই ঘটছে এমন ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়া বাসিন্দাদের এলুরু সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিত্সার জন্য। স্থানীয়রা জানিয়েছেন শনিবার আচমকাই এলাকার বাসিন্দারা একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মাথা ব্যাথা, শরীরে অস্বস্তি, বমি বমি ভাব আর তারপরেই হঠাত্ই খিচুনি হচ্ছিল স্থানীয়দের। এভাবেই এক রাতের মধ্যে একে একে ভর্তি করতে হয় মহিলা ৪৬ শিশু-সহ ২৯০ জনকে। মৃত্যু হয় ৪৫ বছরের এক মহিলার। তবে স্থানীয় এলুরু সরকারি হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, ৭ জন বাদে আপাতত সকলেই বিপন্মুক্ত। রবিবারই গুরুতর অসুস্থ ৭ জনকে বিজয়ওয়াড়ার একটি সরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১৪০ জনকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে।