দেশ

অন্ধ্রপ্রদেশে অজানা অসুখে অসুস্থদের শরীরে মিলল সিসা-নিকেল

অন্ধ্র প্রদেশে অজানা অসুখে অসুস্থ হয়ে পড়া মানুষদের রক্তের নমুনায় মিলেছে সিসা এবং নিকেল। একথা জানালেন এইমস্‌–এর চিকিৎসকরা। মঙ্গলবার অন্ধ্রের মুখ্যমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে এখবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি এবং অন্যান্য কিছু সংস্থাও এটা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষ করছে। শীঘ্রই সেগুলির ফলাফল জানা যাবে। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি প্রশাসনিক অফিসারদের নির্দেশ দিয়েছেন, কী করে ওই এলাকার বাসিন্দাদের শরীরে সিসা এবং নিকেল ঢুকল তার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে। সরকারি স্বাস্থ্যকর্মীদেরও এব্যাপারে তদন্ত করতে বলেছেন তিনি।  গত পাঁচ তারিখ থেকে ওই অঞ্চলে ৪৬৭ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। মারা যান ৪৫ বছরের এক ব্যক্তি। অসুস্থদের মধ্যে ৪৫ জন বাচ্চা রয়েছে যাদের বয়স ১২ বছরের নীচে। সবারই খিঁচুনি, বমি হচ্ছিল এবং জ্ঞান হারাচ্ছিলেন তাঁরা। অসুখের কারণ জানতে বিভিন্ন মেডিক্যাল সংগঠন এবং হাসপাতালের চিকিৎসকদের একটি ব্যাটারি টিম গঠিত হয়েছিল।