দেশ

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ২২ জওয়ান, আহত ৩২

 ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সিআরপিএফদের গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২২ জন জওয়ান। আহত হয়েছেন ৩২ জন। শনিবার বিজাপুর জেলায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীনই জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। দু’‌পক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত ২২ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় পুলিশ আধিকারিক অশোক জুনেজা বলেছেন, ‘‌দু’‌হাজারের বেশি নিরাপত্তারক্ষী নিয়ে বিজাপুর-সুকমায় মাওবাদীদের শক্ত ঘাঁটিতে অভিযান চালানো হয়। সেই অভিযানে মাওবাদীদের ছোড়া গুলিতে এখনও পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। জওয়ানদের গুলিতে একাধিক মাওবাদীও খতম হয়েছে। গতকালই অভিযান চলাকালীন ৫ জন জওয়ান মারা গিয়েছিলেন। আজ সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে।’‌