কলকাতা

মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে হলদিরাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। চেম্বারে গিয়ে সংশ্লিষ্ট মামলার বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা । মামলা থেকেই সরে দাঁড়ালেন ক্ষুব্ধ বিচারপতি। জানা গেছে, হলদিরামের পারিবারিক সমস্যা সংক্রান্ত একটি মামলা হাইকোর্টে চলছিল। হলদিরামের মালিকের হয়ে মামলাটি লড়ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। শুক্রবার ওই মামলাটি শুনানির জন্য উঠলে প্রথমেই নিজের অভিজ্ঞতার কথা সালভেকে জানান বিচারপতি শেখর ববি শরাফ। তাঁকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল বলেও তিনি মন্তব্য করেন। তবে নির্দিষ্ট করে কোনও আইনজীবীর নাম বলতে চাননি বিচারপতি। এই শুনানিতে সংস্থাটির হয়ে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়া আইনজীবী হরিশ সালভেকে বিচারপতি বলেন ,”এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমার চেম্বারে আপনার পক্ষের হয়ে কেউ এসেছিলেন দেখা করতে । আমি স্তম্ভিত ৷ মাথায় রাখুন আমরা বিক্রির জন্য নই । এইভাবে বিচারপতির চেম্বারে কেউ ঢুকে মামলা প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এটা ভেবেই আমি স্তম্ভিত । এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এখন আইনজীবীরা যে কেউ বিচারপতির চেম্বারে চলে আসতে পারেন । কিন্তু তারপরে এমন ঘটনা ! কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না । তাই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি ।” এরপরই এই মামলা থেকে সরে দাঁড়ান আইনজীবী সালভে। এই ঘটনায় একরাশ বিরক্তি প্রকাশ করে সালভের আগেই হলদিরাম মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি শেখর ববি শরাফ।