দেশ

কেরলে অন্তঃসত্ত্বা এক হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যা

বৃষ্টি শেঠ, কেরলঃ বাজি ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে মেরে ফেলা হল এক হাতিকে। কেরলের মাল্লপুরম জেলার ঘটনা। হাতিটি নাকি কয়েক মাসের অন্তঃসত্ত্বাও ছিল বলে জানা গেছে। কয়েকদিন আগে খাবারের সন্ধানে লোকালয়ে হাতিটিকে ঘুরে বেড়াতে দেখেন অনেকেই। বন দফতর সূত্রে জানা যায়, ক্ষুধার্ত হাতিটিকে খাবার দেওয়ার বদলে মেরে ফেলার পরিকল্পনা করেছিল স্থানীয় বাসিন্দারাই। সম্প্রতি কেউ তাকে বাজি ভরা আনারস খেতে দেয়। খাওয়ার পর মুখের মধ্যে ফেটে মৃত্যু হয়েছে হাতিটির। মুখের মধ্যে বিস্ফোরণের জেরে হাতিটির জিভ, গলা পুড়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় ওই অবলা জীবটি। ওই গ্রামের স্থানীয়দের এমন অমানবিক কাজের জন্য প্রাণটাই চলে গেল অন্তঃসত্ত্বা ওই হাতিটির। অথচ সে ওই গ্রামে খাবারের খোঁজে ঢুকেছিল ঠিকই কিন্তু কোনও অনিষ্ট ঘটনা ঘটায়নি সে। ১৫ বছর বয়সী গর্ভবতী হাতিটি ভেলিয়র নদীর জলে দাঁড়িয়েই মারা গেল। ময়না তদন্তকারী ডাঃ ডেভিড আব্রাহাম জানান, “প্রথমে আমাদের কারো জানাই ছিল না যে হাতিটি গর্ভবতী ছিল। আমি ওর হৃদস্পন্দন দেখি এবং তারপরে অ্যামনিয়োটিক লিকুইড দেখে বুঝতে পারি।” আজ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বণ্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা রুজু করেছে পুলিশ।