বিদেশ

মহম্মদ নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জেড়ে কুয়েতের বিপণি থেকে সরল ভারতীয় পণ্য

ধর্মগুরু মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য দুই বিজেপি নেতার!‌ সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েত, কাতার, সৌদি আরব, ইরান এবং শেষে ইন্দোনেশিয়া। ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে। এবার কুয়েতে এক সুপার মার্কেট থেকে সরানো হল ভারতীয় পণ্য। আল–আরদিয়া কোঅপারেটিভ সোসাইটি স্টোরের কর্মীরা ভারতীয় চা এবং অন্য পণ্য একটি তাক থেকে সরিয়ে ট্রলিতে তুলে রাখেন। জানান, ‘‌ইসলাম–বিরোধিতা’‌–র বিরুদ্ধে এটা তাঁদের প্রতিবাদ। কুয়েত সিটির বাইরে একটি স্টোরে যে তাকে রাখে ছিল ভারতীয় চাল, মশলা সহ অন্য পণ্য, সেই তাক ঢেকে দেওয়া হয়েছে। আরবিতে লেখা, ‘‌আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি’‌। ওই স্টোরের সিইও নাসের আল–মুতাইরি জানালেন, ‘‌আমরা কুয়েতি মুসলিমরা ধর্মগুরু মহম্মদের অপমান মানব না।’‌ রবিবার দলের জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি। আর তাঁর আর এক সতীর্থ নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়েছে। জিন্দল দিল্লি বিজেপি–র মিডিয়া শাখা সামলাতেন। তার আগে বিবৃতি দিয়ে বিজেপি জানাল, ‘‌ভারতের হাজার হাজার বছরের ইতিহাসে বহু ধর্ম প্রস্ফুটিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে। যে কোনও ধর্মের নেতার অবমাননার তীব্র প্রতিবাদ করছে বিজেপি।’‌ গত সপ্তাহে টিভি চ্যানেলে নূপুরর ওই বক্তব্যের পর হিংসা ছড়ায় বিভিন্ন জায়গায়। মুসলিমরা প্রতিবাদে নামে। এর পর আবার টুইটারে মহম্মদকে কুকথা বলে পোস্ট দেন নবীন জিন্দল। তার পরেই আগুন জ্বলে কানপুরে। শুক্রবার সেখানে সংঘর্ষে আহত হন ৪০ জন। তাঁদের মধ্যে ২০ জন পুলিশ কর্মী। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩৬ জন।