শনিবার মুর্শিদাবাদে ২৫০ জন বিজেপি নেতা-কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূলে নাম লেখালেন। এদের মধ্যে রয়েছেন শিমুলিয়া ও শালুগ্রাম পঞ্চায়েতের সভাপতি, কর্মী-সমর্থক, বিজেপির বুথ সভাপতি, মণ্ডল সদস্য ও বুথ লেভেল এজেন্টরা। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর, বিধায়ক হুমায়ূন কবীর তাঁদের সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগদানের পর বিজেপির মণ্ডলসদস্য রাজু দাস জানান, ‘বিজেপিতে থেকে কাজ করার কোনও সুযোগ পাচ্ছিলাম না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের অংশীদার হতে পারব বলে খুবই ভাল লাগছে।’ অন্যদিকে সদ্য যোগদান করা বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানিয়েছেন, নির্বাচনের পর থেকে জেলা নেতৃত্ব তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতেন না। তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন মানুষের সেবা করার জন্য। কিন্তু বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য কোনও কাজ করতে পারছিলেন না। বাসুদেববাবুর প্রশ্ন, ‘যে দলে থেকে মানুষের জন্য কাজ করা যায় না, সেই দলে থেকে কী লাভ?’ ২৫০ জন বিজেপি নেতা-কর্মীকে তৃণমূলে যোগদান করিয়ে বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘মুর্শিদাবাদে তৃণমূলের হাত ক্রমশ শক্ত হচ্ছে। বিজেপি কর্মী-সমর্থকেরা বুঝে গেছেন বিভেদের রাজনীতি করার মাধ্যমে জনসেবা করা যাবে না। তাই তাঁরা প্রকৃত অর্থে মানুষের সেবা করার জন্যই দলে দলে তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন।’