দেশ

সুযোগের সৎ ব্যবহার! বিরোধী শূণ্য রাজ্যসভায় ২দিনে ১৫ বিল পাশ মোদি সরকারের

একেই হয়তো বলে সুযোগের সৎ ব্যবহার! বিরোধীদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে শেষ ২দিনে কোনও বিতর্ক ছাড়াই রাজ্যসভায় ১৫টি বিল পাশ করিয়ে নিল কেন্দ্রীয় সরকার। ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল’ এবং ‘কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি সংক্রান্ত বিল’ রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ করানোর বিরোধিতা করে সোমবার সাসপেন্ড হন কংগ্রেস, তৃণমূল, সিপিএম এবং আপের মোট ৮ জন সাংসদ। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর এই সিদ্ধান্তের প্রতিবাদে একাধিক বিরোধী দল অধিবেশন বয়কট করে। পাশাপাশি, মঙ্গলবার রাজ্যসভার আট সাসপেন্ড হওয়া সাংসদের সমর্থনে উপবাসও পালন করলেন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ তথা এনসিপি নেতা শরদ পাওয়ার। আর বিরোধীদের এই পদক্ষেপের পরেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্র। বিরোধীশূন্য রাজ্যসভায় মঙ্গলবার ৭টি এবং বুধবার ৮টি বিল পাশ করিয়ে নেওয়া হয়। এর পরেই করোনাকালে বাদল অধিবেশনের সমাপ্তি ঘটে। অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।