বিদেশ

রাশিয়ায় মানুষের শরীরে হানা দিল বার্ড ফ্লু ভাইরাস, ৭ জন আইসোলেশনে

রাশিয়ার বার্ড ফ্লু এইচ৫এন৮ ভাইরাস মানুষের শরীরে ছড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস ট্রান্সমিশন হয়েছে। একটি পোল্ট্রি ফার্মের সাতজন কর্মীর শরীরে এইচ৫এন৮ এবিয়ন ফ্লু ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে রাশিয়ার স্বাস্থ্য অধিকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে এই ঘটনার কথা জানিয়েছেন। রোসপোট্রেবনাডজর নামের একটি সংস্থা ওই সাতজন আক্রান্তের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। ওই সংস্থার প্রধান আনা পোপোভা জানিয়েছেন, এবিয়ন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট সাতজন। তাঁদের আপাতত আইসোলেশন-এ রাখা হয়েছে। ওই সাতজনের সংস্পর্শে আসা কয়েকজনের স্বাস্থ্য়ের দিকেও নজর রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদেরও আইসোলেশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন, সংক্রমিতরা স্থিতিশীল রয়েছেন। ভারতেও বেশ কিছু রাজ্যে গত কয়েক মাসে বার্ড ফ্লু ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গিয়েছে। কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থানের মতো কিছু রাজ্যের পোলট্রি ফার্মে কয়েক হাজার মুরগী মেরে ফেলেছিলেন মালিকরা।