রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন। রাজ্যে এদিনের বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জন। তবে আশঙ্কা মৃতের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যা সর্বকালে সর্বোচ্চ। কলকাতায় এদিন মারা গিয়েছেন ৪৪ জন। তবে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ৮৭৪ জনের। আর তার ফলেই বাড়ছে সংক্রমণ, এমনটাই মনে করা হচ্ছে। তবে গত একদিনে সুস্থতার সংখ্যায় স্বস্তি। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যা। এদিন সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৩১ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৫৭ শতাংশ। আজ উত্তর ২৪ পরগনায় ৪ হাজার পেরল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। গত একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন। গত একদিনে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এই দুই জেলার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার পর বীরভূম, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ছুঁইছুঁই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।