আজ দৈনিক সংক্রমণ লাখের গণ্ডী টপকে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মৃত্যু হল ৬৩০ জন। যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩। গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৮৫৬ জন। দেশে কোভিডে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জনের।