গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এই সময়ে প্রাণহানি হয়েছে ১,৫০১ জন রোগীর। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ৬৪৩ জন। মোট মৃত ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জনের করোনার টিকাকরণ হয়েছে।