দেশ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে করোনিলে ছাড়পত্রের দাবি রামদেবের, অস্বীকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পতঞ্জলির করোনিল-এ ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) । ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে করোনিল-এর গবেষণাপত্র প্রকাশের সময় এমনটাই দাবি করেন যোগগুরু রামদেব। কিন্তু সেই দাবি উড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই রকম কোনও ওষুধকে ছাড়পত্র দেওয়া হয়নি । সব মিলিয়ে ফের বিতর্কে রামদেবের সংস্থা পতঞ্জলি ৷ এরপরেই হু-এর তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয়, হু কোভিড ১৯-এর চিকিৎসার জন্য কোনওরকম আয়ুর্বেদিক ওষুধকে ছাড়পত্র দেয়নি । যদিও টুইটারে পতঞ্জলির নাম নেওয়া হয়নি । এরপরেই পতঞ্জলির কর্ণধার আচার্য বালকৃষ্ণ টুইট করেন । লেখেন, “বিভ্রান্তি এড়ানোর জন্য আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করোনিলকে সিওপিপি ও জিএমপির ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই । বিশ্বের প্রতিটি মানুষের সুস্থতার জন্য কাজ করে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ।”