কলকাতাঃ আগামী বুধবার বাংলার তৃতীয় দফার ভোটগ্রহণ হবে মোট ৩১টি বিধানসভা কেন্দ্রে। তৃতীয় দফায় মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এরমধ্যে হুগলি গ্রামীণে সর্বাধিক ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। অন্যদিকে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোট মিলটেও পূর্ব মেদিনীপুরে এখনও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাদের মধ্যে ১ কোম্পানি মহিলা বাহিনী। মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। যদিও এদিন নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, তৃতীয় দফার ভোটে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। দ্বিতীয় দফার ভোটে কিছু জায়গায় ওয়েব কাস্টিংয়ে সমস্যা দেখা দিয়েছিল। তাতে নির্বাচন কমিশনের নজরদারিতে ঘাটতি ছিল বলেই মেনে নেওয়া হল এদিন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তৃতীয় দফার ভোটের জন্য রাখা হবে আইটি টিমও। শনিবার একিট বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে তিনটি জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও ওসিদের হাজির থাকতে বলা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়াল বৈঠকটি হবে।
তৃতীয় দফার ভোটগ্রহণ মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বারুইপুর
ডায়মন্ড হারবার
সুন্দরবন
হুগলি গ্রামীণ
হাওড়া গ্রামীণ
হাওড়া কমিশনারেট
১৩০ কোম্পানি
১১৩ কোম্পানি
৬৪ কোম্পানি
১৬৭ কোম্পানি
১৩৩ কোম্পানি
১১ কোম্পানি