পুষ্পা ছবির প্রযোজকের বাড়ি-অফিসে আয়কর হানা ৷ মঙ্গলবার সাত সকালে তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এফডিসি) বিখ্যাত প্রযোজক এবং চেয়ারম্যান দিল রাজুর বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান আয়কর আধিকারিকদের ৷ অন্যদিকে, গত বছরের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘পুষ্পা ২’ ছবির প্রযোজক নবীন ইয়েরনেনির বাড়িতেও একযোগে তল্লাশি অভিযানে আয়কর আধিকারিকরা ৷ ৮টি স্থানে ৫৫টি টিমের সঙ্গে আয়কর আধিকারিকরা একযোগে অভিযান চালায় ৷ আয়কর আধিকারিকরা জুবিলি হিলস এবং বানজারা হিলস-এ দিল রাজু এবং তাঁর ভাই শিরিশ এবং মেয়ে হানসিতা রেড্ডির বাড়িতেও তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷ সকাল থেকেই আয়কর আধিকারিকরা একাধিক নথি খতিয়ে দেখছেন ৷ আইটি সূত্রে জানা গিয়েছে যে এদিন ভোর থেকেই এই তল্লাশি চলছে। জানা গিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা আয়করের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। আইটি সূত্র জানিয়েছে যে এই অভিযানের কারণ বেশ কিছু বিশাল বাজেটে ছবি নির্মিত হয়েছে ৷ তা থেকে প্রাপ্ত রিটার্নও বিশাল ৷ কিন্তু তাঁদের প্রদত্ত কর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মনে করা হচ্ছে আইটি রিটার্নে তাঁদের দেখানো আয় ও কর দেওয়ার পরিমাণের মধ্যে পার্থক্য রয়েছে। ‘পুষ্পা ২’ ছবির বাজেট ছিল প্রায় ৫০ কোটি অন্যদিকে ‘গেমচেঞ্জার’ ছবিও ৪০০-৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ৷ এরমধ্যে মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত ‘পুষ্পা ২’ গ্লোবালি দেড়হাজার কোটি টাকার বেশি আয় করেছে ৷ সেই খবর প্রযোজনা সংস্থার তরফ থেকেই সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় ৷ আর সেই তথ্যও বিবেচনা করা হয়েছে আয়কর দফতরে ৷ সূত্রের খবর, অডিট শেষ হওয়ার পর, আইটি টিম বিভিন্ন নথি নিজেদের অধীনে নিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করেছে, তাতে কি কোনও কর ফাঁকি দেওয়া হয়েছে? খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷ প্রসঙ্গত, দিল রাজুর পুরো নাম ভেলামকুচা ভেঙ্কটা রমনা রেড্ডি ৷ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ ৷ দক্ষিণী সিনেমার দুনিয়ায় তাঁর প্রযোজনা সংস্থা অন্যতম ৷ একাধিক সিনেমা হিট হয়েছে তাঁর প্রযোজনা সংস্থা থেকে ৷ বর্তমানে তিনি তেলেঙ্গানা ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন ৷