খেলা

লেবাননকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ভারত -০
লেবানন -০

টাই ব্রেকারে ৪-২ জয়ী ভারত

হাই-ভোল্টেজ সেমি-ফাইনালের আগে জাতীয় দলের জার্সিতে ৯২ গোলের মালিক ফুরফুরে মেজাজেই ছিলেন। অবসরের জল্পনা আপাতত সাজঘরে। যাবতীয় ফোকাস শনিবারের ম্যাচে ছিল। সমর্থকদের কাছে মাঠ ভরানোর আবেদন রেখে বলেছিলেন, অবসরের কথা এখনই ভাবতে রাজি নই। বরাবরই ছোট্ট ছোট্ট লক্ষ্যমাত্রায় নজর রাখি। আপাতত লেবানন ম্যাচ নিয়েই ভাবছি। চাইব, শনিবার সমর্থকরা মাঠ ভরাবেন। এই লেবাননকেই মাত্র কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। গোল করেছিলেন সুনীল এবং মহেশ। তবে আজ পরিস্থিতি কিছুটা আলাদা ছিল। তার অন্যতম কারণ ছিলেন না ডিফেন্সের সেরা ভরসা সন্দেশ। ছিলেন না কোচ ইগর। শাস্তি পেয়ে ভিআইপি গ্যালারিতে বসেই ম্যাচ দেখতে হল তাকে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট দুই দল সমান ফুটবল খেলেছে।