ভারত: ১৮৪/৭ (রোহিত-৫৬, শ্রেয়াস ২৫) ,
নিউজিল্যান্ড: ১১১/১০ (গাপ্তিল-৫১, সেইফার্ট ১৭) ,
ভারত ৭৩ রানে জয়ী
টি-২০ সিরিজে নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ ৩-০-এ জিতলেন রোহিত শর্মারা|বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিল রোহিত-রাহুল দ্রাবিড়ের ভারত। টি টোয়েন্টি সিরিজে ভারত ৩-০ হারাল নিউজিল্যান্ডকে। আজ টস জিতে প্রথমে ব্যাট নেয় ভারত। দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। লোকেশ রাহুল. রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়। ইশান কিষান, যুজবেন্দ্র চহাল প্রথম একাদশে জায়গা পান। ওপেন করতে নেমে রোহিত ও ইশান মারমুখী ব্যাটিং করছিলেন। ৬.২ ওভারে ভারতের প্রথম উইকেট যায়। ইশান কিষান মাত্র ২১ বলে ২৯ রান করে ডাগ আউটে ফেরেন। সূর্যকুমার যাদব এদিন ব্যর্থ হন। খাতা না খুলেই ফিরতে হয় তাঁকে। ঋষভ পন্থও মাত্র ৪ রান করেন। একের পর এক উইকেট যখন যাচ্ছে, তখনও অবিচলিত রোহিত শর্মা (Rohit Sharma)। ইডেন চিরকালই পয়মন্ত ‘হিটম্যান’-এর। এদিনও ক্রিকেটের নন্দনকাননে ঝড় তুলেছিলেন। সোধিকে এগিয়ে এসে মারতে গিয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরতে হয় রোহিতকে। আউট হওয়ার আগে ৩১ বলে ৫৬ (৫টি চার ও তিনটি ছক্কা ) রান করে যান ভারত অধিনায়ক। পরপর উইকেট চলে যাওয়ায় রানের গতি থমকে গিয়েছিল ভারতের। আইপিএলে এবার নজর কেড়েছেন ভেঙ্কটেশ আয়ার। তিনি ও শ্রেয়াস আইয়ার ৩৬ রান জোড়েন। শেষের দিকে হর্ষল প্যাটেল (১৮) ও দীপক চাহার (*২১) মারমুখী ব্যাটিং করায় ভারত ২০ ওভারে তোলে সাত উইকেটে ১৮৪ রান। এই রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল (৫), মার্ক চ্যাপম্যান (০), গ্লেন ফিলিপস (০), জিমি নিশামরা (৩) চূড়ান্ত ব্যর্থ। মার্টিন গাপ্তিল একা কুম্ভ রক্ষা করছিলেন। ৩৬ বলে ৫১ রান করেন কিউয়ি ওপেনার। বিপজ্জনক গাপ্তিলকে ফেরান চাহাল। ম্যাচ থেকে হারিয়ে যায় নিউজিল্যান্ড। বাকিরা শুধু এলেন আর গেলেন। নিউজিল্যান্ড থেমে যায় ১১১ রানে। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৩টি, হর্ষল প্যাটেল ২টি এবং চাহাল ও ভেঙ্কটেশ আয়ার একটি করে উইকেট নেন।