খেলা

মোহালিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত

অষ্টমবার এশিয়া কাপ জিতে গত সোমবারই ভারতে ফিরেছে টিম ইন্ডিয়া। দেশে ফেরার চারদিনের মধ্যে ফের মাঠে নেমে পড়েছেন রাহুল দ্রাবিড়ের  শিষ্যরা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের , প্রথম ম্যাচ হয়ে গেল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে । বিরাট কোহলি, রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়াদের প্রথম দুই ম্য়াচে বিশ্রাম দিয়েছে দল। রোহিতের বদলে আপাতত ক্যাপ্টেন কেএল রাহুল । এদিন টিম গেমে দুরন্ত জয় ছিনিয়ে আনল ভারত। প্য়াট কামিন্সের পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। অত্যন্ত ইতিবাচক ক্রিকেটই খেলল রাহুল অ্যান্ড কোং। এদিন টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। ডেভিড ওয়ার্নার (৫২), স্টিভ স্মিথ (৪১), মার্নাস লাবুশানে (৩৯), ক্যামেরন গ্রিন (৩১), জোশ ইংলিসদের (৪৫) মিলিত প্রয়াসে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ২৭৬ রান তোলে স্কোরবোর্ডে। এদিন মহম্মদ শামি ৫১ রানে তুলে নেন পাঁচ উইকেটে। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এই নিয়ে দু’বার পাঁচ উইকেট পেলেন শামি। বুঝিয়ে দিলেন তাঁকে আলাদা করে গুরুত্ব দিতেই হবে। ২৭৬ রান করে, কোনও ভাবেই আধুনিক ক্রিকেটের পঞ্চাশ ওভারের সংস্করণে স্বস্তিতে থাকতে পারে না কোনও দল। সেখানে ভারতের বিরুদ্ধে তো নয়ই, বিরাট-রোহিত-হার্দিক না খেললেও ভারতের বেঞ্চের শক্তি তারিফ করার মতোই।  রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে আনেন অধিনায়ক রাহুল (৬৩ বলে ৫৮ অপরাজিত)। এরপর আগে ভারতের দুই প্রতিশ্রুতিমান ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় ও শুভমন গিল দুরন্ত ব্যাটিং করেন। ওপেনিং পার্টনিশপে ১৩০ বলে ১৪২ রান করেন গিল-ঋতুরাজ। ৭৭ বলে ৭১ রানে আউট হন ঋতুরাজ। গিল আউট হন ৬৩ বলে ৭৪ রানে। ভারতের দুই ওপেনারই অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে আউট হন। তিন নম্বরে নেমে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন শ্রেয়স আইয়ার (৩)। ভারতের চারজন ব্যাটার হগাফ সেঞ্চুরি করেন। কামিন্স, জাম্পা ছাড়া বাকি অজি বোলাররা হতাশ করেন। বিশ্বকাপের আগে টানা চারটে ওয়ানডে-তে হারল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা তিনটে ম্যাচে হারের পর ভারতে নেমেই হারলো অজিরা।