শ্রীলঙ্কা: ১৪৬/৫ (সনকা-৭৪*, আবেশ-২৩/২)
ভারত: ১৪৮/৪ (শ্রেয়স-৭৩*, জাদেজা-২২*)
৬ উইকেটে জয়ী ভারত
বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাট ৷ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারতের কাছে টি-২০ সিরিজে চুনকাম হল শ্রীলঙ্কাও৷ পূর্ণসময়ের জন্য দলের দায়িত্ব নেওয়ার পর টানা তিনটি সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন রোহিত শর্মা ৷ ধরমশালায় তৃতীয় টি-২০ ম্যাচে রবিবার দ্বীপরাষ্ট্রকে ৬ উইকেটে পর্যুদস্ত করল ‘মেন ইন ব্লু’ ৷ গত ম্যাচে ৭৪ রানের পর নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এদিন এল ঝকঝকে ৭৩ রান ৷ ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতল ব়্যাংকিংয়ের পয়লা নম্বর দল ৷ চারটি পরিবর্তন এনে এদিন তৃতীয় ম্য়াচের একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কনকাশনের কারণে ছিটকে যান ইশান কিষান ৷ এছাড়াও জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালের পরিবর্তে একাদশে আসেন রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি সফরকারী দল ৷ সিরাজ-আবেশদের দাপটে ২৯ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা ৷ তাঁর ৩৮ বলে ৭৪ রানের সৌজন্যে ভারতকে কিছুটা লড়াই দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা ৷ জবাবে রোহিত শর্মা ৫ রান করে ফের ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন-শ্রেয়স আইয়ারের ৪৫ রানের (২৮বল) জুটিই সফরকারী দলের চুনকামের বন্দোবস্ত করে যায় ৷ ইশান না-থাকায় এদিন ওপেনিংয়ে রোহিতের সঙ্গ দেন সঞ্জু ৷ উইকেটরক্ষার দায়িত্বও ছিল তাঁর কাঁধে ৷ তবে সঞ্জুর (১৮) ইনিংস লম্বা হয়নি ৷ ২১ রানে ফিরে যান দীপক হুডাও ৷ তাতে ভারতের জয় যদিও আটকানোর নয় ৷