করোনা অতিমারীর সঙ্গে সঙ্গে ভারতে এবার বার্ড ফ্লুর প্রকোপ। সম্প্রতি হিমাচল প্রদেশের পং ডাম হ্রদে মিলল ১৮০০ পরিযায়ী পাখির দেহ। এই পাখি গুলি পরীক্ষার জন্য বরেলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়। পাখির দেহ পরীক্ষা করে ব্লাড ফ্লুর নমুনা পাওয়া গেছে। হরিয়ানাতেও ছড়িয়েছে ব্লাড ফ্লু। সেখানে বারওয়ালায় পোলট্রির ১ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে। রাজস্থানে ও কেরলে পাখির মৃতদেহ থেকে পাওয়া গেছে বার্ড ফ্লু ভাইরাস। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে বহু পাখির। ফলে যে ভাবে ব্লাড ফ্লু ছড়াচ্ছে, তাতে চিন্তায় পড়েছেন পশু চিকিৎসকরা।