দেশ

নৌবাহিনী দিবসে বাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

নৌ দিবসে ভারতীয় নৌ সেনার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি বলেন, দেশের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ বহু প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় নৌসেনার সদস্যরা এই দায়িত্ব পালন করে চলেছেন ৷ প্রসঙ্গত, প্রতিবছর ৪ ডিসেম্বর দিনটি ভারতে নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় ৷ ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌসেনার অবদানকে স্বীকৃতি দিতে এবং সার্বিকভাবে নৌসেনাকে কুর্নিশ জানাতেই এই দিনটি পালন করা হয় ৷ এদিন নৌবাহিনী দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেন মোদি ৷ একইসঙ্গে, নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ৷ মোদি লেখেন, “নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নৌসেনা সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের আমার অভিনন্দন ৷ আমরা ভারতীয়রা আমাদের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত ৷ ভারতীয় নৌবাহিনী দৃঢ়ভাবে আমাদের জাতিকে রক্ষা করছে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাঁদের মানবিক চেতনা তাঁদের স্বতন্ত্র করে তুলেছে ৷”