উপত্যকার নিরাপত্তায় বড় পদক্ষেপ ভারতের। সরিয়ে দেওয়া হল সোভিয়েত জমানার মিগ–২১ যুদ্ধ বিমানগুলি। পরিবর্তে জম্মু–কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হল অত্যাধুনিক মিগ–২৯ ফাইটার জেট। জানা গেছে, শ্রীনগর বায়ুসেনা ঘাঁটিতে মিগ–২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে বায়ুসেনা। ফলে এবার উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব গেল ‘ট্রাইডেন্ট স্কোয়াড্রন’–এর হাতে। প্রসঙ্গত, কাশ্মীর ও লাদাখে চীন ও পাকিস্তানকে নিয়েই উদ্বিগ্ন দিল্লি। বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই কাশ্মীরে একযোগে দুই পড়শি দেশের হামলার মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ফৌজ। এটা ঘটনা, ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা–উভয়েই এই মিগ–২৯ যুদ্ধবিমান ব্যবহার করে। বিমানগুলিতে রয়েছে অত্যাধুনিক মিসাইল যা দৃষ্টিসীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। কার্গিল যুদ্ধের সময়ও ভারতীয় সেনা এই মিগ–২৯ যুদ্ধবিমান ব্যবহার করেছিল।