দেশ

ভয়াবহ সঙ্কট জের, কয়লা আমদানির পথে কেন্দ্র

পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে ওঠে যে দেশ যাতে অন্ধকারে ডুবে না যায়, তার জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কয়লা সরবরাহের ধাক্কায় দেশে মজুত থাকা কয়লার পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে। কেন্দ্র পড়েছে বিপাকে। তাই, কেন্দ্র এবার কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।  খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের মজুতজাত কয়লার পরিমাণ কত তা জানতে সম্প্রতি কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব বৈঠকে বসেন। সেখানে তিনি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে। তাই, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকেই কয়লা আমদানি শুরু করা দরকার।