প্রায় ১ লক্ষ মানুষ দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে চিন্তায় দেশের সমস্ত চিকিত্সক ও বিজ্ঞানীরা। এ প্রসঙ্গে এইমস-এর প্রধান রণদীপ গুলেরিয়াও জানিয়েছেন, এপ্রিল মাসেই সবচেয়ে ভয়ানক রূপ নিতে পারে দেশের করোনা পরিস্থিতি। সে কারণে তিনি দেশজুড়ে মিনি লকডাউনের পক্ষে সওয়াল করেছেন। কোভিড ১৯ অতিমারি এই মুহূর্তে দেশের চিন্তা ফের বাড়িয়ে তুলেছে। রণদীপ গুলেরিয়া নিজে দেশের কোভিড ১৯ টাস্ক ফোর্সের একজন সদস্যও। তাঁর কথায়, ‘বেশ কয়েক মাস সময় ধরে দেশের করোনার গ্রাফ ৭০ হাজার ছাড়িয়েছে। সেটাও বাঁধা ছিল প্রথম ঢেউতেই। তবে দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে। খুবই কম সময়ে অতিরিক্ত বাড়ছে করোনা। রাজধানীতেও একই পরিস্থিত লক্ষ করা যাচ্ছে। ফলে এলাকাভিত্তিক ভাবে মিনি লকডাউন এই সংক্রমণে কিছুটা হলেও বাধ সাধতে পারে।’