দেশ

অবশেষে ভিসায় ছাড়, প্রবাসী ও বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দিল কেন্দ্র

করোনা আবহের মধ্যেই প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেইসঙ্গে বিদেশিদের জন্যেও বিধিনিষেধ তুলে দেওয়া হল। তবে পর্যটকদের জন্য ভারতে আসার নিয়ম একই রয়েছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ক্যাটাগরির প্রবাসী ভারতীয় কার্ড হোল্ডারদের জন্য ভারতে আসার ছাড়পত্র ছিল করোনা পরিস্থিতির কারণে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সরকার বিদেশি নাগরিক এবং প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য ভারতে আসার এবং ভারতের বাইরে যাওয়ার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। বাকিরা কর্মসূত্রে ভারতে আসার ছাড়পত্র পাবেন। এই নিয়মের মধ্যে বন্দে ভারত মিশন, এয়ার ট্রান্সপোর্ট বাবলে এবং অর্নির্ধারিত বাণিজ্যিক বিমান পরিষেবার জন্য অসামরিক বিমানমন্ত্রকের অনুমতি দেওয়া হয়েছে। তবে সমস্ত যাত্রীদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড প্রোটোকল, কোয়ারেন্টাইন বিধি মানতে হবে। এই শিথিলকরণের আওতায় সরকার সমস্ত বিদ্যমান ভিসা (বৈদ্যুতিন ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা ব্যতীত) অবিলম্বে কার্যকরভাবে পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। যদি এই ধরনের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তবে উপযুক্ত বিভাগের নতুন ভিসা ভারতীয় মিশন বা সংশ্লিষ্ট পোস্ট থেকে নেওয়া যেতে পারে। চিকিত্‍সার জন্য ভারত সফর করতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা তাদের চিকিত্‍সা সহকর্মী-সহ চিকিত্‍সা ভিসার জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন। সুতরাং, এই সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের ব্যবসা, সম্মেলন, কর্মসংস্থান, অধ্যয়ন, গবেষণা, চিকিত্‍সার-সহ বিভিন্ন উদ্দেশ্যে ভারতে আসতে সাহায্য করবে। জল বা আকাশ পথে তাঁরা এদেশে আসতে পারবেন।