ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ টন খাবার পাঠালো ভারত। শনিবার মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ উপকূলীয় এলাকার থিলাওয়া বন্দরে পৌঁছেছে ভারতের পাঠানো ত্রাণ। ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হয়েছে। গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ভয়াবহ ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার, মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং চিকিৎসা সহায়তা-সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ভারত ‘অপারেশন ব্রহ্মা’ শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মায়ানমারে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছিল ভারত। শনিবার ফের পাঠানো হল ত্রাণ। ইয়াঙ্গনে ভারতীয় দূতাবাস মায়ানমারে সেই ত্রাণ পৌঁছনোর কথা সমাজমাধ্যম এক্স-এ জানিয়েছে। ১ এপ্রিল বিশাখাপত্তনম থেকে খাবার নিয়ে রওনা হয়েছিল আইএনএস ঘড়িয়াল। নৌসেনার জাহাজে কী কী খাবার, কত পরিমাণে পাঠানো হচ্ছে মায়ানমারে, তখন বিবৃতি দিয়ে জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেই বিবৃতি অনুযায়ী, ৪০৫ মেট্রিক টন চাল, ৩০ মেট্রিক টন ভোজ্য তেল, পাঁচ মেট্রিক টন বিস্কুট, ২ মেট্রিক টন ইনস্ট্যান্ট নুডল্স পাঠিয়েছে ভারত। এর আগেও নৌসেনার জাহাজে বেশ কয়েক টন খাবার পাঠানো হয়েছে মায়ানমারে।
