রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি না-হলে সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে না আসা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ৷ কার্যত মেনে নিল ভারত সরকার ৷ শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই কথা জানিয়েছেন ৷ তাই বিদেশমন্ত্রকের তরফে রাশিয়া ও ইউক্রেন দুইপক্ষের কাছে স্থানীয়ভাবে যুদ্ধবিরতির আবেদন করেছেন, যাতে সেখানে আটকে পড়া ভারতীয় এবং পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ তিনি সেখানে পড়ুয়াদের ফেরত আনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ৷ তিনি জানান, পূর্ব ইউক্রেনের খারকিভ ও পিসোচিনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোতেই সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে ৷ কিছু বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যে পাঁচটি বাস কাজ শুরু দিয়েছে ৷ খুব শীঘ্রই আরও বাস কাজ শুরু করবে ৷ পিসোচিনে ৯০০ থেকে ১০০০ ভারতীয় আটকে রয়েছেন ৷ সুমিতেও আটকে রয়েছেন সাতশোর বেশি ভারতীয় ৷ সুমি নিয়েও ভারত চিন্তিত ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভারতীয়দের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে ইউক্রেন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে ৷ কিন্তু তাঁরা এখনও পর্যন্ত সেই অনুরোধে কান দেয়নি ৷ সেই কারণে বাসের ব্যবস্থা করা হচ্ছে ৷ অন্যদিকে তিনি জানান, এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি পড়ুয়াকে দেশে ফেরানো সম্ভব হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টায় ১৬টি বিমানের ব্যবস্থা করা হয়েছে আরও ভারতীয়কে ফেরাতে ৷ এর মধ্যে বায়ুসেনার সি-১৭ বিমানও রয়েছে ৷