খেলা

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল

বাতিল হয়ে গেল ম্যাঞ্চেস্টার টেস্ট । ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ম্যাঞ্চেস্টারের ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হচ্ছে না। যদিও আগে খবর ছিল, আজ শুক্রবার শুরু হচ্ছে না পঞ্চম টেস্ট। এক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের খবর ছিল, বিসিসিআই ও ইসিবির মধ্যে আলোচনা চলছে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। টেস্ট ম্যাচ হয়তো পিছিয়ে যাবে দু’দিন। কিন্তু এগিয়ে আসছে আইপিএল। সেই মেগা ইভেন্টের কথা মাথায় রেখে টেস্ট  আর পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না। ফলে শেষমেশ জানিয়ে দেওয়া হল বাতিলই করে দেওয়া হচ্ছে পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়, কোভিড আতঙ্কে ক্রিকেটারদের নিরাপত্তাই আসল ব্যাপার। সেই কারণেই টেস্ট ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটে জানিয়েছে, “বিসিসিআই ও ইসিবি-র মধ্যে কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ। সেই টেস্ট অবশেষে বাতিল করা হল।” এই টেস্ট বাতিল হওয়ায় কি সিরিজ জিতে নিল বিরাট বাহিনী? টেস্ট বাতিলের কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি যে ভারত টেস্ট সিরিজ জিতে নিয়েছে। যদিও টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১-এ। হয়তো এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে। এনিয়ে হবে আলোচনা। আপাতত সিরিজ নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে।