দেশ

জি২০-র উদ্বোধনী ভাষণে মরক্কো নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর পাশে দাঁড়াবে ভারত। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোকে সম্ভাব্য সবধরনের সম্ভাব্য সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে মরক্কোতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। তাতে এখনও পর্যন্ত ৬৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জি২০ মঞ্চ থেকে মরক্কোর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উদ্বোধনী ভাষণে মরক্কোর ভূমিকম্প কথা দিয়েই শুরু করেন। ‘এই কঠিন সময়ে বিশ্বের সব দেশই মরক্কোর সঙ্গে আছে। আমরা তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’মরক্কোর প্রাকৃতিক দুর্যোগের বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার হয়েছে। যেগুলিতে ভয়াবহ ধ্বংসের ছবি ফুটে উঠেছে। মরক্কোর প্রাচীন শহর মারাকেচ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি। যা রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে।মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন, মরক্কোতে ভূমিকম্প প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত। দুঃখজনক সময়ে তিনি মরক্কোর জনগণের সঙ্গে তিনি রয়েছেন। যারা এই প্রাকৃতিক দুর্যোগ প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের সুস্থতাও কামনা করেন মোদী। এই কঠিন সময়ে ভারত মরক্কোকে সবধরনের সহযোগিতা দেবে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।