উত্তর-পূর্ব ভারতে চিন সীমান্তে এম ৭৭৭ খুব হালকা হাউৎজার কামান নিয়ে লালফৌজের মোকাবিলায় তৈরি ভারতীয় সেনাবাহিনী। সূত্রে খবর, সেপ্টেম্বরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত পশ্চিম বর্ধমানের পানাগড়ে এম ৭৭৭ হালকা হাউৎজারের পরীক্ষা চালায় সেনাবাহিনীর ব্রহ্মাস্ত্র কোর। নানাভাবে গোলা ছুঁড়ে কামানটির মারণ ক্ষমতা পরীক্ষা করা হয়। এবং সেনা সূত্রে খবর, প্রতি পরীক্ষায় অত্যন্ত ভাল ফল করেছে হাতিয়ারটি। প্রসঙ্গত, এই কামান তৈরি করেছে ব্রিটিশ অস্ত্রনির্মাণকারী সংস্থা ‘BAE Systems’। তাদের সঙ্গে ভারতের চুক্তি মতো ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্তর্গত ফরিদাবাদে ‘মাহিন্দ্রা ডিফেন্স ফেসিলিটি’ তৈরি করা হয়েছে কামানগুলিকে। ১৫৫ মিলিমিটার এম ৭৭৭ কামানগুলিত ওজন মাত্র ৪ টন। ফলে ভারতীয় ফৌজের চিনুক হেলিকপ্টারে চাপিয়ে সহজেই কামানটিকে ১৬ হাজার ফুট উচ্চতায় লাদাখ ও অরুণাচল প্রদেশের ৪,০৫৭ কিলোমিটার বিস্তৃত ভারত-চিন সীমান্তে নিয়ে যাওয়া যাবে৷ ১৩ লক্ষ সেনা সমৃদ্ধ দেশের সশস্ত্র বাহিনীতে ১৫৫ এমএম-এর ‘আর্টিলারি গান’ শেষবার যুক্ত হয়েছিল রাজীব গান্ধীর আমলে৷ কিন্তু বফর্স কেলেঙ্কারির পর থেকে দুর্নীতির ভয়ে সেনায় নতুন কোনও কামান যুক্ত করা যায়নি৷ গত ১৫ বছর ধরে ভারতীয় সেনা দূরপাল্লার (২৪-৪০ কিলোমিটার রেঞ্জের) আগ্নেয়াস্ত্রর দাবি জানিয়ে আসছিল৷ অবশেষে সেই দাবি মিটেছে ৷