প্ল্যাটফর্ম টিকিটের দাম কমাল ভারতীয় রেল ৷ কোভিড কালে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল ভারতীয় রেল ৷ করোনা পরিস্থিতিতে অযথা ভিড় কমিয়ে সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ ৷ সেই সময় প্ল্যাটফর্মের টিকিটের জন্য ৫০ টাকা দাম দিতে হত যাত্রীদের ৷ বৃহস্পতিবার থেকে ‘মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন’-এ প্ল্যাটফর্মের টিকিটের দাম ৫০ টাকা থেকে ১০ টাকা করেছে ভারতীয় রেল৷ ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস , দাদর, লোকমান্য তিলক টারমিনাস, থানে, কল্যাণ, পানভেল রেল স্টেশনগুলি এমএমআর-এর অন্তর্ভুক্ত ৷ মুম্বইয়ে এই পদক্ষেপের পর দেশজুড়ে সব স্টেশনগুলোর জন্য একই দাম ধার্য করেছে কেন্দ্রীয় রেল ৷