বিদেশ

করোনার ভারতীয় স্ট্রেইন পাওয়া গেছে বিশ্বের ১৭টি দেশে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে ‘ভারতীয় স্ট্রেইন’। প্রায় ৫৭ লক্ষ মানুষ এই নয়া স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য (হু) জানিয়েছে, প্রায় ১৭টি দেশে ভারতীয় স্ট্রেইনের হদিশ মিলেছে। ডবল মিউট্যান্ট এই ভাইরাসের কারণে প্রথম দফার থেকে আরও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। হুয়ের তরফে সতর্ক করা হয়েছে, টানা ন’সপ্তাহ ধরে কোভিড আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে। এছাড়া গত ছ’সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার। বর্তমানে ভারতে করোনার নয়া স্ট্রেইনের কারণেই সংক্রমণ দ্রুত বাড়ছে। এবার সেই স্ট্রেইনেরই হদিশ মিলল ১৭টি দেশে।