দেশ

ইউক্রেনে পনবন্দি করে রাখা হয়নি ভারতীয়দের , রাশিয়ার দাবি খারিজ করল ভারত

ইউক্রেনে খারকিভে ভারতীয়দের পনবন্দি করে রাখা হয়নি। রাশিয়ার দাবি খারিজ করে দিয়ে এমনটাই জানাল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হযেছে, ইউক্রেনের সহযোগিতায় বুধবার খারকিভ ছেড়েছেন প্রচুর ভারতীয়। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতীয় পড়ুয়ারা খারকিভ ছেড়ে রাশিয়ার বেলগোরোডে আসতে চাইলেও তাঁদের ‘জোরজবরদস্তি’ আটকে রেখেছে ইউক্রেনের বাহিনী। ভারতীয়দের ‘আটকে রাখা হয়েছে এবং পোল্যান্ড সীমান্ত দিয়ে তাঁদের ইউক্রেন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’ এমন জায়গা দিয়ে তাঁদের যেতে বলা হচ্ছে, যেখানে লড়াই হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের পরিবারও। এই পরিস্থিতিতে একটি বিবৃতি দেয় বিদেশমন্ত্রক।  বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে ভারতীয়দের সঙ্গে ভারতীয় দূতাবাস লাগাতার যোগাযোগ রেখে চলেছে। আমরা জেনেছি যে ইউক্রেনের প্রশাসনের সহযোগিতায় গতকাল (বুধবার) প্রচুর ভারতীয় খারকিভ ছেড়ে চলে গিয়েছেন। কোনও পড়ুয়াদের জোর করে আটকে রাখার বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য আসেনি। খারকিভ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে পড়ুয়াদের দেশের পশ্চিমাংশে পাঠাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করার জন্য ইউক্রেনের কাছে আর্জি জানিয়েছি আমরা।’