দেশ

করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষাসচিব, হোম কোয়ারেন্টিনে ৩৫ আধিকারিক

নয়াদিল্লিঃ এবার করোনায় আক্রান্ত হলেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। বুধবার তাঁর দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরপরই দিল্লির সাউথ ব্লকের একটি অংশ সিল করে দেওয়া হয়েছে। শুরু হচ্ছে স্যানিটাইজেশন। অজয় কুমারের সংক্রমিত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রকের বহু অফিসার আর অফিসে আসেননি। দফতরে আসেননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। আক্রান্ত ওই অফিসারের কারা সংস্পর্শে এসংছিলেন তার খোঁজ চলছে।সূত্রের খবর, অজয় কুমারের অবস্থা স্থিতিশীলই। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ওই অফিসে কর্মরত ৩৫ জন অফিসারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও প্রতিরক্ষা দফতর আনুষ্ঠানিক ভাবে অজয় কুমারের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। মন্ত্রকের মুখপাত্রও এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।