দেশ

দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক, ভারতের লোকসান হতে পারে প্রায় ১৭ বিলিয়ন ডলার!

লাদাখ সীমান্তে বাড়তে থাকা ক্রমাগত উত্তেজনার জেরে দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের উত্তাল দাবি উঠেছে। করোনা ছড়িয়ে পরার সময় থেকেই চীনের উপরে ক্ষিপ্ত বিশ্ববাসী। গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরই ভারত জুড়ে উঠেছে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন বহু মানুষ। এমন কি বলিউড তারকা এবং ক্রিকেটারও চীনা পণ্য ব্যবহার না করার ডাক দিয়েছে। কিন্তু সমস্ত চিনা দ্রব্য বয়কট করলে বিপুল পরিমান ক্ষতি হতে পারে ভারতের। বড় ব্যবসা ছাড়াও খুচরো ব্যবসায়ীদেরই প্রায় ১৭ বিলিয়ন ডলারের লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ! চীনা দ্রব বয়কটে ভারতের ক্ষতি প্রায় ১৭ বিলিয়ন ডলার। লাদাখে ইন্দো-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু ক্ষোভের আগুন জ্বালিয়েছে ভারতীয়দের মনে। ফলে বুধবার থেকেই; দফায় দফায় ভারতের বিভিন্ন স্থানে চিনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় দেশবাসীকে। চিন থেকে সারা বছর ভারতে আমদানি করা জিনিসের মধ্যে খুচরো ব্যবসায়ীরা বিক্রি করেন প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলারের মূল্যের পণ্য।