দেশ

দেশবাসীকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনাই ভারতের প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন জয়শঙ্কর

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়ে দিলেন, তালিবানরা কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র । এই মুহূর্তে ভারতের প্রধান লক্ষ্য হল দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় এখানে ফিরিয়ে আনা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে জয়শংকর বলেন, এই সময়ে আমরা কাবুলের পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছি । স্পষ্টতই, তালিবান এবং তার প্রতিনিধিরা কাবুল দখল করেছে । সুতরাং এই মুহূর্তে আমরা প্রত্যেকের মতো আফগানিস্তানের দিকে নজর রাখছি । আমাদের মূল লক্ষ্য হল আফগানিস্তানের নিরাপত্তা এবং ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা। ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, ভারতের সঙ্গে আফগানিস্তানের ভাল সম্পর্ক ছিল । তখন তালিবানরা ছিল না । এই সময় আফগানিস্তানে প্রচুর টাকা বিনিয়োগ করেছিল ভারত । সেই বিনিয়োগ এখন আদৌ কাজে লাগবে কি না সন্দেহ আছে । এই বিষয়ে জয়শঙ্কর বলেন, এই বিনিয়োগ মূলত আফগানিস্তানের জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন ঘটায় । এটাই আগামীদিনে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক হবে ।