দেশ

এমারজেন্সি ল্যান্ডিং ইন্ডিগোর

২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরা অভিমুখে আসছিল একটি ইন্ডিগো বিমান। আচমকাই মাঝ আকাশে ঘটে বিপত্তি। যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে অবিলম্বে নিকটবর্তী ATC-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার। এমারজেন্সি ল্যান্ডিংয়ের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে না পারায় ক্ষুব্ধ হন যাত্রীরা। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। ২০০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় একটি ইন্ডিগো বিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলট। সঙ্গে সঙ্গে খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে। ইন্ডিগোর এই যাত্রীবাহী বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং হলেও উড়ান সংস্থার দাবি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিমানটিকে নিরাপদে দিল্লি বিমানবন্দরে নামানো হয়। যাত্রীরাও সকলে সুরক্ষিত বলে জানিয়েছে উড়ান সংস্থা। ইন্ডিগোর তরফে ওই যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। ২০০ যাত্রীকে নিয়ে এরপর বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় বিকল্প ইন্ডিগো বিমান। যদিও এই হয়রানির জন্য উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।