আজ ভোররাতে ভয়াবহ ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায় সুলাওসি দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩০ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজিনা শহর থেকে ৬ কিলোমিটার উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি, হোটেল ও সহ অন্য পরিকাঠামো। মাজুমু শহরে একটি হাসপতাল ভেঙে পড়ার খবর মিলেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে বহু রোগী এবং কর্মী চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। তাঁদের উদ্ধারে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। ডিজাস্টার মিটিগেশন এজেন্সি থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে দেখা গেছে যে মাজেনি শহরে বেশিরভাগ লোক মারা গেছেন এবং আহতের সংখ্যা সাতশোর কাছাকাছি। পার্শ্ববর্তী প্রদেশ মামুজুতে প্রাণহানির ঘটনা ঘটেছে।