কলকাতা

গার্ডেনরিচ থেকে যাত্রা শুরু করল নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি

আজ গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের কারখানা থেকে জলে ভাসল যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফস বিপিন রাওয়াত। জাহাজটি তৈরি হয়েছে একেবারে দেশিয় প্রযুক্তিতে। এটির নির্মাণ করা হয়েছে বিশেষ স্টিল দিয়ে। এটিতে রয়েছে দুটি জিই এলএম-২৫০০ গ্যাস টার্বাইন, দুটি ডিজেল ইঞ্জিন। অন্যান্য যুদ্ধ জাহাজের থেকে আইএনএস হিমাদ্রিতে বিভিন্ন ক্ষেত্রে অটোমেটিক ব্যবস্থা অনেকটাই বেশি। ফলে এটি চালাতে অনন্ত ২০ শতাংশ কম খরচ হবে। জাহাজটি থাকতে পারবেন ১৫০ ক্রু। এই রণতরীতে থাকছে বারাক, ব্রহ্মস সুপারসনিক মিসাইল। থাকছে বিমান, কপ্টার ও জাহাজ বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থা। জাহাজের ডেকের ভেতর থেকেই ছোড়া যাবে ক্ষেপণাস্ত্র।