জেলা

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন এখন সময়ের অপেক্ষা । স্থায়ী ভবনের নির্মাণকাজ দেখে খুশি বিচারপতিরা । শনিবার একথাই জানালেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার । এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি ৷ তাঁর সঙ্গে এদিন পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ তিনি জাতীয় সড়কের ধারের অ্যাপ্রোচ রোডে রাস্তার জন্য যাতে জলাভূমি নষ্ট না হয় এবং বর্ষার জল যাতে বেরিয়ে যেতে পারে, সেই বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন । এতদিন অস্থায়ী ভাবে স্টেশন রোডে সার্কিট বেঞ্চ চলছে । এবার স্থায়ী ভাবে পাহাড়পুরে সার্কিট বেঞ্চের কাজ চলছে প্রায় ৩৫০কোটি টাকা ব্যয়ে । এদিন বিচারপতি শম্পা সরকার ও বিশ্বজিৎ বসু জেলা জলপাইগুড়ি পূর্ত দফতর, উদ্যান ও কানন বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ-সহ সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকদের নিয়ে জলপাইগুড়ি পাহাড়পুরে নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ পরিদর্শন করতে যান । সার্কিট বেঞ্চের নির্মীয়মান স্থায়ী ভবন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা । পাশাপাশি যে কোর্ট রুমের কাজ সম্পূর্ণ হয়েছে, সেই কোর্ট রুমের আইটির বিষয়গুলোও খতিয়ে দেখেন তাঁরা । এরপর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাইকোর্টের দুই বিচারপতি । বর্তমানে স্টেশন রোডে অস্থায়ী ভাবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চলছে । পাহাড়পুর স্থায়ী বেঞ্চের কাজ শেষ হয়ে গেলে পুরোপুরিভাবে স্থায়ী বেঞ্চেই কোর্ট চলবে । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী কাঠামোতে কাজ শেষ হলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সব মামলাগুলো এখানে চলে আসবে । জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে প্রায় ৫৩ একর জমিতে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর 13টি কোর্ট রুমের পাশাপাশি বিচারপতিদের বাংলো, থানা আনুসঙ্গিক সব পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার বলেন, ‘‘খুব ভালো কাজ হয়েছে । আমরা খুশি । কবে চালু হবে এখনই বলতে পারছি না । এই বছরেই আমরা স্থায়ী পরিকাঠামোতে কাজ শুরু করতে পারব । সেটার চেষ্টা করছি । উদ্বোধন কবে হবে সেটাই এখনই বলতে পারছি না । কোর্ট চলছে একটা বিল্ডিং-এ আমরা আর একটা বিল্ডিং চলে আসবে । আমরা আইটি ট্রায়াল দিলাম । তবে কাজ খুব ভালো হয়েছে । কারণ, উদ্বোধনের অনেক ফরমালিটি থাকে ।’’