আাগামী ৩০ জুন পর্যন্ত চলবে না কোনও আন্তর্জাতিক বিমান। ৩০ জুন পর্যন্ত যেমন ভারত থেকে কোনও আন্তর্জাতিক বিমান উড়বে না, তেমনি বিদেশ থেকেও কোনও বিমান এ দেশে প্রবেশ করবে না। করোনা পরিস্থিতিতে রাশ টানতেই ফের নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ডিজিসিএ-এর তরফে শুক্রবার এমন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কোভিড মহামারীর (Pandemic) জেরে ২০২০ সালের ৩১ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় ভারত। ৩১ মার্চ থেকে ২০২১ সালের ৩১ মে পর্যন্ত ওই সিদ্ধান্ত বলবত্ থাকবে বলে জানানো হয় প্রথমে। ৩১ মে-র আগেই এবার ফের ৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ।