অনেকটাই নিয়ন্ত্রনে ভারতে করোনা পরিস্থিতি। মাঝে মধ্যে সংক্রমণ কিছুটা বাড়লেও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। দ্রুত হারে দেশের মানুষের ভ্যাকসিনেশনের কাজ হয়েছে। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল সরকার। ঘোষণা অনুযায়ী, আন্তজার্তিক বিমান পরিষেবা চালু হচ্ছে। একাধিক দেশের সঙ্গে প্রত্যেকদিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে। তবে এই পরিষেবা শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর ১৫ তারিখ থেকে। ফলে এই মুহূর্তে যারা বিদেশে রয়েছে কিংবা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের জন্যে অবশ্যই এই খবর স্বস্তির। একাধিক দেশের সঙ্গে স্বাভাবিক বিমান পরিষেবা শুরু হলেও বেশ কয়েকটি দেশকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। সেই তালিকাতে থাকা দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যাণ্ড, দক্ষিন আফ্রিকা, ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড। এছাড়াও আরও কয়েকটি দেশকেও রাখা হয়েছে ওই তালিকাতে। নতুন করে সামনে এসেছে করোনার নিয়া ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, নতুন করে করোনা সংক্রমণ, করোনার হার দেখার পরেই এই দেশগুলির সঙ্গে এখনই স্বাভাবিক বিমান পরিষেবা চালু করতে চায় না ভারত। সবদিক খতিয়ে দেখার পরেই স্বাস্থ্যমন্ত্রকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। করোনা পরিস্থিতি ভারতে বাড়তে থাকার পরেই সমস্ত আন্তজার্তিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। গত বছরের মার্চ মাস থেকে ভারতে আসা এবং ভারত থেকে যাওয়া সমস্ত আন্তজারতিক বিমান পরিষেবা রাতারাতি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি।ভারত এই অবস্থায় সমস্ত আন্তজার্তিক বিমান চালানোর ক্ষেত্রে ২৫ এর থেকে বেশি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে। আর এই এয়ার বাবলের মাধ্যমে দুদেশের মধ্যে ফের একবার ওড়ান চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবস্থা এটি। দুই দেশের এয়ার লাইন্স একাধিক শর্ত অনুযায়ী দুই দেশের মধ্যে আন্তজার্তিক বিমান পরিষেবা চলবে।গত সপ্তাহে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া জানিয়েছিলেন, সরকার আন্তজারতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে একাধিক প্রক্রিয়া চালাচ্ছে। পাশাপাশি এও জানান যে, বিশ্বের বহু দেশে এখনও করোনা পরিস্থিতি বহাল রয়েছে। প্রত্যেক মুহূর্তে সেই সমস্ত দেশে বাড়ছে সংক্রমণ। সেগুলি মাথায় রেখেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অবস্থায় বিমান পরিষেবা স্বাভাবিক করা হলেও বড় উদ্বেগ হচ্ছে আফ্রিকাতে ধরা পড়া করোনার মারাত্মক এক ভ্যারিয়েন্ট। তাই ‘ঝুঁকির মুখে’ থাকা দেশগুলি থেকে কত শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্দিষ্ট সময় অন্তর বিবেচনা করা হবে। সেই দেশগুলি থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বাড়তি বিধিনিষেধও থাকবে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা pic.twitter.com/SaAXAnVWb6
— Banga News (@banganews24x7) November 26, 2021