নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে এখনও উত্তপ্ত পরিবেশ কালিয়াগঞ্জে। ১৪৪ ধারা আগেই জারি করা হয়েছিল। এবার কালিয়াগঞ্জে ৩দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ঘোষণা করল প্রশাসন। গত শুক্রবার থেকেই নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। গত মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। পুলিশের গাড়ি, বাইকে আগুন ধরিয়ে, পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের মারধর করে দফায় দফায় তাণ্ডব চালানো হয় কালিয়াগঞ্জে। এরপরেই মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনায় বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, কালিয়াগঞ্জের ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির ষড়যন্ত্র। বিহার থেকে লোক এনে বিক্ষোভ ছড়ানো হচ্ছে। যার ফলে তিনিও কড়া পদক্ষেপের নির্দেশ দেন। অন্যদিকে কালিয়াগঞ্জে পুলিশি অভিযান চলাকালীন গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধারের পর ফের চাঞ্চল্য ছড়ায় গ্রামে। মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে টুইট করেছেন শুভেন্দু অধিকারী।