জেলা

মুখ্যমন্ত্রীর নির্দেশে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই প্রভাবশালী আইএনটিটিইউসি নেতা

একাধিক প্রশাসনিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার বারই নির্দেশ ছিল, মানুষের স্বার্থে কাজ করতে হবে৷ কোনও রকম দুর্নীতি-তোলাবাজি একে বারেই চলবে না৷ প্রশাসনকে সেভাবেই কাজ করে যেতে হবে৷ দলীয় নেতাকর্মীদেরও সেভাবে পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এক শ্রেণির নেতাকর্মীরা নিয়মিত তোলাবাজি-অবৈধ কাজে জড়িত রয়েছেন৷ সেই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ উদাহরণ স্বরূপ মঙ্গলবারের ঘটনা৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৃণমূল শ্রমিক সংগঠনের দুই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল পুলিস৷ ধৃত দুই তৃণমূল নেতা তমলুক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি তাপস মাইতি ও আইএনটিটিইউসি-র পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের  দুর্গাচক থানার পুলিস গ্রেফতার করে৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক কোম্পানির তোলাবাজির অভিযোগ রয়েছে৷ মঙ্গলবার রাতে তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ এই দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে দীর্ঘদিন ধরে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থায় কর্মী নিয়োগ করছেন৷ তাঁদের বিরুদ্ধে দুর্গাচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে দুর্গাচক থানার পুলিস দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে, এমনটাই জানা গেছে। আগামীকাল এই দুই নেতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।