রাজধানী দিল্লির বুকে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যে আন্দোলন করছেন কুস্তিগীররা, এবং সেই আন্দোলনে তাঁদের ওপর দিল্লি পুলিশের বর্বতার চিত্র দেখে এবার পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে, অবিলম্বে দিল্লির বুকে আন্দোলনরত কুস্তিগীরদের সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। কেননা যে ইস্যু নিয়ে বজরং-ভিনেশ-স্বাক্ষি মালিক-সহ জাতীয় কুস্তিগীররা আন্দোলন করছেন, এটি খুবই স্পর্শকাতর একটি ইস্যু। কাজেই তদন্ত নিরপেক্ষ হওয়ার পাশাপাশি যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেটি দেখতে হবে। পাশাপাশি এও বলা হয়েছে, গত ২৮ মার্চ নতুন সংসদ ভবনের উন্মোচনের দিন দিল্লি পুলিশ যেভাবে বর্বরভাবে আন্দোলনরত কুস্তিগীর ওপর আক্রমণ করেছে, এবং তাঁদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে তাঁরও তীব্র নিন্দা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। উল্লেখ্য, বজরং পুনিয়াদের এই আন্দোলনের শুরু থেকেই গোটা বিষয়টি নজরে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এবং তাঁরা বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তারজন্য বিশ্ব ইউনাইটেড কুস্তি সংস্থার মাধ্যমে ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছে অনুরোধ করেছে। এবং এই বিষয়ে বিশ্ব ইউনাইটেড কুস্তি সংস্থা যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মান্যতা দেবে। সূত্রে খবর, কুস্তিগীরদের এই আন্দোলনের জল যাতে আর বেশি দূর না গড়ায় সেইজন্য, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধের পাশাপাশি দ্রুত নির্বাচন করে নতুন কমিটি গঠনের সুপারিশও করা হয়েছে কমিটির পক্ষ থেকে।