বিজ্ঞান-প্রযুক্তি

এপ্রিলে লঞ্চ করছে iQOO Z10, থাকছে ৭,৩০০এমএএইচ ব্যাটারি

আইকিউ নিও 10আর লঞ্চের পরেই এবার নতুন মডেল নিয়ে আসতে প্রস্তুত কোম্পানি। আগামী মাসেই ভারতের বাজারে আসছে আইকিউর নতুন মডেল iQOO Z10। ভারতের সর্বকালের সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতা নিয়ে লঞ্চ হতে চলেছে ফোনটি। চলুন জেনে নেওয়া যাক iQOO Z10 5G ফোনের দাম কত, কী কী স্পেসিফিকেশন রয়েছে। লঞ্চের আগে কোম্পানির তরফে ফোনটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। iQOO Z10 5G-তে রয়েছে ৭,৩০০ mAh ব্যাটারি ব্যাকআপ। যার অর্থ, আসন্ন ফোনটি ব্যাটারির দিক থেকে কোম্পানির সর্বশেষ লঞ্চ হওয়া iQOO Neo 10R কে পিছনে ফেলে দিতে চলেছে। কোম্পানি মডেলটির লঞ্চের তারিখ নিশ্চিত করলেও দাম সম্পর্কে এখনও কোন তথ্য সেভাবে প্রকাশ করেনি। তবে আশা করা যাচ্ছে, সর্বকালের সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতা আইকিউ-এর এই নয়া মডেলটির দাম ২৫,০০০ টাকার আশেপাশে হবে। ফোনের উচ্চ-স্তরের মেমোরি এবং স্টোরেজ ভেরিয়েন্টটির দাম ৩০,০০০ টাকার নীচেই হবে।

প্রসেসর হিসেবে আইকিউ Z10-এ রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপ।

Android-এর সর্বশেষ সংস্করণ হল Funtouch OS 15 দ্বারা চালিত হবে ফোনটি।

RAM – 8GB অথবা 12GB অপশন পাওয়া যাবে।

স্টোরেজ – 128GB অথবা 256GB অপশন মিলবে।

iQOO Z10 ডিভাইসটিতে 6.67-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। যার রেজোলিউশন 2800×1260 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে ফোনটিতে। ফটোগ্রাফির জন্যে এতে 50-মেগাপিক্সেল Sony IMX882 প্রধান সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। iQOO Z10-এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ফোনের ডিসপ্লের মধ্যেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

১১ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ করবে iQOO Z10। iQOO Z10 সিরিজে একটি Pro এবং Z10x ভেরিয়েন্ট রয়েছে। তবে সেটি এখন ভারতের বাজারে আসবে না বলেই জানা যাচ্ছে। আপাতত কেবল চিনের জন্যে এক্সক্লুসিভ iQOO Z10 সিরিজের Pro এবং Z10x ভেরিয়েন্ট দুটি।